WELCOME TO FRENDZ4M |
Asia's No 1 Mobile Community |
Sat, Dec 21, 2024, 10:20:10 PM
Current System Time: |
Get updates | Share this page | Search |
Telegram | Facebook | Twitter | Instagram | Share on Facebook | Tweet Us | WhatsApp | Telegram |
Bangla Jokes and SMS |
Page: 1 |
AbhiSona PM [44] Rank : AbhiSona Status : Head Admin |
#1 পাঁচু বৌদির বর বৌদিকে এসএমএস করেছে , 'কী করছ সোনা?' 'আই অ্যাম ডায়িং।' লোকটি আনন্দে নেচে উঠে আবার লিখল, 'সুইট হার্ট, আমি কী করে বাঁচব তোমাকে ছাড়া?' পাঁচু বৌদি ধমক দিয়ে'দূর বোকা, আমি আমার চুল ডাই করছিলাম!' |
AbhiSona [PM 44] Rank : AbhiSona Status : Head Admin |
#2 গঙ্গায় স্নান করতে গিয়েছিল সৌরভ। হঠাত ঘুর্ণিতে পড়ে এই ডোবে কী সেই ডোবে অবস্থা। হাবুডুবু খেতে খেতে কোন দেবতাকে ডাকা যায় ভাবছিল সে। ৩৩ কোটি আছেন। কাকে ডাকলে কাজ হবে বোঝা খুব সমস্যার। শেষে ভাবল দিন দুই আগেই গণেশ চতুর্থী গিয়েছে, গণেশ বাবাজী নিশ্চয়ই এখন ধরাধআমের কাছাকাছিই আছে। কাজেই আর কিছু না ভেবে একমনে সে জপ করতে থাকল, 'বাবা গণপতি আমায় রক্ষা কর বাবা, এযাত্রায় শুঁড়ের টানে পাড়ে তুলে নাও বাবা'... ইত্যাদি। তার ডাকাডাকিতে কাজও হল। গঙ্গাপাড়ে প্রকট হলেন গণেশ। কিন্তু সৌরভকে অবাক করে দিয়ে গণেশ পাড়ে দাঁড়িয়েই ধেই ধেই করে ভুঁড়ি দুলিয়ে নাচতে থাকলেন। সে কি নাচ, বলিউডের বড় বড় নাচিয়ে তারকারাও লজ্জা পেয়ে যাবে। এদিকে সৌরভের তখন খুবই খারাপ অবস্থা। কোনওক্রমে মাথাটুকু জলের উপর ধরে রাখতে পেরেছে। ওই অবস্থাতেই সে কোনওক্রমে বলল, 'আমায় রক্ষা না করে আপনি নাচছেন ভগবান?' মিচকি হেসে গণপতি বললেন, 'কেন রে সেদিন যখন আমায় ভাসান দিতে এসেছিলি, তুইও তো খুব নাচছিলি।' |
AbhiSona [PM 44] Rank : AbhiSona Status : Head Admin |
#3 গৃহপরিচারিকার কাছে পল্টু আর সুমিকে রেখে বেড়াতে গেছেন ওদের বাবা-মা। গৃহপরিচারিকাকে বাবার চেয়ারে বসতে দেখে চেঁচিয়ে উঠল সুমি, 'তুমি আমার বাবার চেয়ারে বসলে কেন?' গৃহপরিচারিকা: বাবা তো এখন বাড়িতে নেই। তা ছাড়া এখানে আমিই সবচেয়ে বড়, সুতরাং আমিই তোমাদের বস। পল্টু: তাহলে তুমি মায়ের চেয়ারে বসো। |
AbhiSona [PM 44] Rank : AbhiSona Status : Head Admin |
#4 রিয়ার বিয়ে হয়েছে ছয় মাসও হয়নি। এরমধ্যে একদিন বাপের বাড়ি এসে দেখে বাড়ির লাগোয়া চেম্বারে বসে ওর দাদা রুগী দেখছে। দাদা বড় ডাক্তার। দেখল এক মহিলা রুগীকে নিয়ে দাদা বেশ সমস্যায় পড়েছে। মহিলার প্রেসার আপ ডাউন করে, মানে এই লো প্রেসার তো এই হাই প্রেসার। আগে যে ওষুধ দেওয়া হয়েছিল তাতে তাঁর আবার পা ফুলে যাচ্ছে। দাদা বলছে, 'আপনাকে কি ওষুধ দেওয়া যায় বলুন তো?' এই অবধি শুনে রিয়া আর থাকতে পারল না। হুড়মুড়িয়ে ঢুকে পড়ল দাদার চেম্বারে। বিস্মিত দাদাকে কিছু বলতে না দিয়েই মহিলাকে উদ্দেশ্য করে বলল, 'বিয়ে করেছেন তো আপনি?' মহিলাও খুব অবাক। আমতা আমতা করে বললেন, 'হ্য়াঁ, মানে...' রিয়া উচ্ছ্বসিত, 'অর্ধেক কাজ তো সেরেই ফেলেছেন। ওষুধপত্র লাগবে না। ঘরোয়া টোটকা ব্যবহার করুন। প্রেসার হাই হলে, বাপের বাড়িতে ২০ মিনিট কথা বলুন। আর প্রেসার লো হলে, স্বামীর সঙ্গে ৫ মিনিট কথা বলুন। হাতে নাতে ফল পাবেন। কোন সাইড এফেক্টও নেই।' |
Login |
Page: 1 |
Home | Top | Official Blog | Tools | Contact | Sitemap | Feed |
Page generated in 0.47 microseconds |